1:16 pm, Saturday, 27 July 2024

ছুরিকাঘাতে গুরুত্বর আহত ‘পিয়াস’ লাইফসাপোর্টে

দুলাল মাহমুদদোহার (ঢাকা) 

দোহার (ঢাকা) প্রতিনিধি.

দোহারে ছুরিকাঘাতে গুরুতর আহত পিয়াসকে রাজধানী ঢাকার জাপান বাংলাদেশ হাসাপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানায়, পিয়াসের মস্তিস্কে রক্ত জমাটবাধায় অপারেশনের কোন সুযোগ নেই। ৭২ ঘন্টা নিবির পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়। এদিকে ঘটনার সাথে জরিত প্রধান আসামি রাফিদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোহার থানা ওসি তদন্ত আজহারুর ইসলাম। ঘটনার সাধে জরিত রাফিদের উপযুক্ত বিচার দাবি করেন পিয়াসের পরিবার।

উল্লেখ্য, শনিবার ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে পিয়াস (১৮) নামের এক কিশোর ছুরিকাঘাতে গুরুত্বর জখম হয়। আহত পিয়াস নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে। সে ১ বছর যাবত দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামে তার নানা বাড়িতে বাস করতো। এ ঘটনায় অভিযুক্ত রাফিদ (২০) নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত রাফিদ উপজেলার দোহার ঘাটা গ্রামের আবুল আকনের ছেলে। পূর্ব শক্রুতার জেরে পিয়াসকে মারার জন্য বেশ কিছুদিন যাবত ফেইসবুকের মেসেঞ্জারে হুমকিমূলক বার্তা দিয়ে আসছিলো অভিযুক্ত রাফিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 06:50:37 pm, Sunday, 4 February 2024
99 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ছুরিকাঘাতে গুরুত্বর আহত ‘পিয়াস’ লাইফসাপোর্টে

আপডেট সময় : 06:50:37 pm, Sunday, 4 February 2024

দোহার (ঢাকা) প্রতিনিধি.

দোহারে ছুরিকাঘাতে গুরুতর আহত পিয়াসকে রাজধানী ঢাকার জাপান বাংলাদেশ হাসাপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানায়, পিয়াসের মস্তিস্কে রক্ত জমাটবাধায় অপারেশনের কোন সুযোগ নেই। ৭২ ঘন্টা নিবির পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়। এদিকে ঘটনার সাথে জরিত প্রধান আসামি রাফিদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোহার থানা ওসি তদন্ত আজহারুর ইসলাম। ঘটনার সাধে জরিত রাফিদের উপযুক্ত বিচার দাবি করেন পিয়াসের পরিবার।

উল্লেখ্য, শনিবার ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে পিয়াস (১৮) নামের এক কিশোর ছুরিকাঘাতে গুরুত্বর জখম হয়। আহত পিয়াস নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে। সে ১ বছর যাবত দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামে তার নানা বাড়িতে বাস করতো। এ ঘটনায় অভিযুক্ত রাফিদ (২০) নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত রাফিদ উপজেলার দোহার ঘাটা গ্রামের আবুল আকনের ছেলে। পূর্ব শক্রুতার জেরে পিয়াসকে মারার জন্য বেশ কিছুদিন যাবত ফেইসবুকের মেসেঞ্জারে হুমকিমূলক বার্তা দিয়ে আসছিলো অভিযুক্ত রাফিদ।