pub-4902861820262150
1:19 am, Thursday, 31 October 2024

বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে কুপিয়ে জখম

বরগুনা সংবাদদাতা:

পূর্ব শত্রুতার জের ধরে সুমি আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা । বিকেল অনুমান পাঁচটায় বরগুনা সদর উপজেলার, বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই গ্রামের আলী আকবরের স্ত্রী, স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে গৃহবধুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করে। আহতর স্বামী আলী আকবর ও স্থানীয়রা জানান সোহরাফ হোসেন এর ছেলে সাগর, আঃ ছালাম এর স্ত্রী দুলু বেগম, সুমাইয়া নামের তিনজনে পিটিয়ে গুরুতর আহত করে , ভুক্তভোগী আলী আকবর বলেন আমাকে ইতিপূর্বে বিদেশ দুবাই নেয় কোম্পানি ভিসা দেয়ার কথা বলিয়া। কিন্তু আমাকে টুরিস্ট ভিসা দেয়ায় আমাকে দুবাই থেকে বাড়ীতে পাঠাইয়া দেয়। আমি বাড়ীতে আসিয়া উক্ত বিষয় নিয়া স্থানীয় ভাবে শালিশী বৈঠক হইলে তাহাতে শালিশীর রায় হয় যে, প্রতিপক্ষরা দুই লাখ টাকা ক্ষতি পূরন দিবে সেই মর্মে একখানা রোয়েদাদ হয়। কিন্তু আমাকে কোন টাকা পয়সা না দেয়ার কারনে আমি বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। উক্ত মামলা বর্তমানে চলমান। তাহাতে প্রতিপক্ষরা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের মারধর করার জন্য পায়তারা করে এবং আমাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়া হয়রানী করিয়া আসিতেছে। আমার একটি গৃহ পালিত হাঁস বিবাদীদের ঘরের পাশে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া পূর্বের রেশ ধরিয়া সকল বিবাদীগণ আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাচ করে আমরা তাহাতে বাধা নিষেধ করিলে সকলে একত্রিত হইয়া আমার স্ত্রীকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারে এবং খুনের উদ্দেশ্যে আমার স্ত্রীর মাথায় লাঠি দিয়া স্বাজোরে পিটান দিলে উক্ত পিটান আমার স্ত্রীর মাথার পিছনে পড়িয়া রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া রক্তাক্ত জখম করে ও পড়নের কাপড় চোপর হাটা হেচরা করিয়া লজ্জা শ্লীলতার হানি ঘটায়। বরগুনা সদর থানার (ওসি )এ কে এম মিজানুর রহমান বলেন থানায় অভিযোগ হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 06:08:16 pm, Saturday, 2 March 2024
95 বার পড়া হয়েছে
error: Content is protected !!

বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে কুপিয়ে জখম

আপডেট সময় : 06:08:16 pm, Saturday, 2 March 2024

পূর্ব শত্রুতার জের ধরে সুমি আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা । বিকেল অনুমান পাঁচটায় বরগুনা সদর উপজেলার, বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই গ্রামের আলী আকবরের স্ত্রী, স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে গৃহবধুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করে। আহতর স্বামী আলী আকবর ও স্থানীয়রা জানান সোহরাফ হোসেন এর ছেলে সাগর, আঃ ছালাম এর স্ত্রী দুলু বেগম, সুমাইয়া নামের তিনজনে পিটিয়ে গুরুতর আহত করে , ভুক্তভোগী আলী আকবর বলেন আমাকে ইতিপূর্বে বিদেশ দুবাই নেয় কোম্পানি ভিসা দেয়ার কথা বলিয়া। কিন্তু আমাকে টুরিস্ট ভিসা দেয়ায় আমাকে দুবাই থেকে বাড়ীতে পাঠাইয়া দেয়। আমি বাড়ীতে আসিয়া উক্ত বিষয় নিয়া স্থানীয় ভাবে শালিশী বৈঠক হইলে তাহাতে শালিশীর রায় হয় যে, প্রতিপক্ষরা দুই লাখ টাকা ক্ষতি পূরন দিবে সেই মর্মে একখানা রোয়েদাদ হয়। কিন্তু আমাকে কোন টাকা পয়সা না দেয়ার কারনে আমি বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। উক্ত মামলা বর্তমানে চলমান। তাহাতে প্রতিপক্ষরা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের মারধর করার জন্য পায়তারা করে এবং আমাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়া হয়রানী করিয়া আসিতেছে। আমার একটি গৃহ পালিত হাঁস বিবাদীদের ঘরের পাশে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া পূর্বের রেশ ধরিয়া সকল বিবাদীগণ আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাচ করে আমরা তাহাতে বাধা নিষেধ করিলে সকলে একত্রিত হইয়া আমার স্ত্রীকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারে এবং খুনের উদ্দেশ্যে আমার স্ত্রীর মাথায় লাঠি দিয়া স্বাজোরে পিটান দিলে উক্ত পিটান আমার স্ত্রীর মাথার পিছনে পড়িয়া রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া রক্তাক্ত জখম করে ও পড়নের কাপড় চোপর হাটা হেচরা করিয়া লজ্জা শ্লীলতার হানি ঘটায়। বরগুনা সদর থানার (ওসি )এ কে এম মিজানুর রহমান বলেন থানায় অভিযোগ হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।