পীরগঞ্জে সাবেক এমপি জাহিদের নামে অপপ্রচারের অভিযোগ
পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল তার নামে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকালে স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেছেন সাবেক এমপি জাহিদুর রহমান।তিনি অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রানীশংকৈল) দলীয় অবস্থান সুদৃঢ করতে তিনি সর্বদা কাজ করে চলছেন। দলীয় কর্মকান্ড জোড়দার করা সহ সাম্প্রতিক সময়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পাড়া মহল্লা ছুটে চলছেন তিনি। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক জনের মনে ভীতি দুর করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। বিগত সরকারের আমলে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে দলীয় কর্মকান্ড পরিচালনায় অবিচল ছিলেন। এ আসনে তিনি সাধারণ মানুষের সাথে মিলে মিশে রাজনৈতিক কমসূচী বাস্তবায়ন করেছেন। এতে আসনটিতে তার তখা বিএনপির রাজনৈতিক অবস্থান অত্যন্ত মজবুত। যার ফলশ্রুতিতে তিনি বিগত সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে জয়লাভ করতে পেরেছিলেন। কয়েক দিন আগেও হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজায় তিনি এলাকার প্রতিিিট মন্ডপে গেছেন। সনাতন ধর্মের লোক জনের সাথে কথা বলে উৎসাহ দিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন। সহায়তা করেছেন আর্থিক ভাবেও। বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা দলীয় নির্দেশনা বাস্তবায়নে ছিলেন অঙ্গীকারাবদ্ধ। তার সহজ সরল জীবন যাপন ও সহজে মানুষের সাথে মিশে যাওয়ার বিশেষ গুন ঠাকুরগাঁও-৩ আসনের সাধারণ মানুষকে মগ্ধ করেছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য তার বক্তব্যের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধমে তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এতে দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার জন্য আহবান জানিয়েছেন। সেই সাথে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিক ভাইদের প্রতি আহবান জানিয়েছেন।a