2:27 am, Wednesday, 11 September 2024
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে মা ও শিশুদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ
পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৮৫ উপকারভুগী মা ও শিশুদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে বিডি ২০৯ এ উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে খামার সেনুয়ায় মিশন চত্তরে সেলাই মেশিন, নলকুপ, মোশারি, রেক, বিছানা চাদর, সেনিটেশন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিএলসি চার্চের সিনোড মোডারেটর ও খামার সেনুয়ায় উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প সভাপতি রেভা: মনজিত রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক,জি এসটি চেয়ারপারসন দ্বিজেন দাস, কোডিনেটর বিকাশ রায়, প্রকল্পের ম্যানেজার অনিল ঋষি প্রমুখ।
ট্যাগস :