8:48 am, Saturday, 27 July 2024

পঞ্চগড় ভাসছে আনন্দে, সাফজয়ী গোলরক্ষক ইয়ারজান ,শিউলি, বৃষ্টি ও আলপির আগমনে

প্রতিনিধির নাম

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

তিন মাস পর নিজ জেলা পঞ্চগড়ে ফিরেছেন সাফজয়ী তারকা গোলরক্ষক ইয়ারজান বেগম,শিউলি, বৃষ্টি ও আলপি।

৩০মার্চ শনিবার একটি নৈশ্য পরিবহনে ঢাকা থেকে পঞ্চগড়ে পৌছায় তারা।

সকালে টুকু ফুটবল একাডেমির খেলোয়াড় ও সহপাঠিরা ফুলেল মালা দিয়ে বরণ করে নেন ইয়ারজানকে। তার এমন কৃতিত্বের পর পঞ্চগড়ের মাটিতে প্রথম পা রাখায় দুপুরে একাডেমির পক্ষ থেকে একটি পিকআপ ভ্যান ভাড়া করে আনন্দ মিছিল করেছে টুকু ফুটবল একাডেমি।

এদিকে বিকালে বোদা উপজেলা ফুটবল একাডেমী থেকে শিউলি, বৃষ্টি ও আলপি ৩ জনকে বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজীর ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন। এর পাশাপাশি বোদা উপজেলা একাডেমি থেকে অনূর্ধ্ব ১৯ এর খেলা মিতু ও তৃষ্ণা কেও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বোদা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ মোফাজ্জল হোসেন বিপুল, বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম, একাডেমির পরিচালক আব্দুর রহিম রিপন ও মাহমুদুল হাসান বাবু সহ অনেকে উপস্থত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 10:37:07 pm, Saturday, 30 March 2024
47 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পঞ্চগড় ভাসছে আনন্দে, সাফজয়ী গোলরক্ষক ইয়ারজান ,শিউলি, বৃষ্টি ও আলপির আগমনে

আপডেট সময় : 10:37:07 pm, Saturday, 30 March 2024

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

তিন মাস পর নিজ জেলা পঞ্চগড়ে ফিরেছেন সাফজয়ী তারকা গোলরক্ষক ইয়ারজান বেগম,শিউলি, বৃষ্টি ও আলপি।

৩০মার্চ শনিবার একটি নৈশ্য পরিবহনে ঢাকা থেকে পঞ্চগড়ে পৌছায় তারা।

সকালে টুকু ফুটবল একাডেমির খেলোয়াড় ও সহপাঠিরা ফুলেল মালা দিয়ে বরণ করে নেন ইয়ারজানকে। তার এমন কৃতিত্বের পর পঞ্চগড়ের মাটিতে প্রথম পা রাখায় দুপুরে একাডেমির পক্ষ থেকে একটি পিকআপ ভ্যান ভাড়া করে আনন্দ মিছিল করেছে টুকু ফুটবল একাডেমি।

এদিকে বিকালে বোদা উপজেলা ফুটবল একাডেমী থেকে শিউলি, বৃষ্টি ও আলপি ৩ জনকে বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজীর ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন। এর পাশাপাশি বোদা উপজেলা একাডেমি থেকে অনূর্ধ্ব ১৯ এর খেলা মিতু ও তৃষ্ণা কেও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বোদা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ মোফাজ্জল হোসেন বিপুল, বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম, একাডেমির পরিচালক আব্দুর রহিম রিপন ও মাহমুদুল হাসান বাবু সহ অনেকে উপস্থত ছিলেন।