পঞ্চগড়ে বারুনী স্নান উৎসবে গিয়ে শিশুর মৃত্যু
একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সনাতন ধর্মালম্বীদের বারুনী মহাস্নান উৎসবের প্রথম দিনে নদীর পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শিশু ধনঞ্জন রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ জানায়, শিশু ধনঞ্জয় রায় তার বাবা-মায়ের সাথে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য গোসলে নামে। এদিকে সকলের অজান্তে শিশুটি নদীর পানিতে নামলে ডুবে যায়। পরে তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।