পঞ্চগড়ে এমপি সুজন গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করলেন
একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়ায়১০ এপ্রিল বুধবার বিকালে তাঁর নির্বাচনী এলাকা বোদা-দেবীগঞ্জ উপজেলার ৫ শত জন শিশুর মাঝে ঈদ আনন্দ বয়ে আনতে প্রতিবারের মত এবারও শিশুদের ঈদ উপহার
ও ৫ হাজার অসহায় দুঃস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা প্রদান করেছেন।
সাবেক সফল রেলপথ মন্ত্রী, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রীমকোট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী এডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি নিজ হাতে ঈদ সামগ্রী প্রদান করেন।
১০ এপ্রিল বুধবার বিকালে তাঁর নিজ বাসভবনে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে বরাবরের মত তাঁর নির্বাচনী এলাকা বোদা-দেবীগঞ্জ দুই উপজেলার ৫ শত জন শিশুর মাঝে ঈদ উপহার ও গরীব, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ আনন্দ বয়ে আনতে প্রতিবারের মত এবারও তাদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ উপহার প্রদান করেন।
শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে ও উপহার বিতরণে সহায়তা করেন এমপি পুত্র কেন্দ্রীয় যুব লীগের সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ। ঈদের আগের দিন এমপির হাত থেকে উপহার পেয়ে মহা খুশি হয়েছেন শিশুরা। তারা উপহার নিয়ে খুশি মনে এমপির বাড়ি থেকে নিজ বাড়ি ফিরতে দেখা গেছে।