পীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী
পীরগঞ্জ প্রতিনিধি : ”
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণি-সম্পদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উপস্থিত ছিলেন
ঠাকুরগাও ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমে, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: রঞ্জিত চন্দ্র সিংহ, ভেটেনারি সার্জেন্ট সোহেল রানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সানজিদ হাসান উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারীদের উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোস, বিড়াল,পোষা প্রাণী সহ বিভিন্ন প্রজাতীর দৃষ্টিনন্দন পাখির ৩২ টি ষ্টল প্রদর্শনী হয়েছে।