আটোয়ারীতে পুলিশ সদস্যের পরিবারকে মারধর, আহত ৩
মোঃ মোমিন ইসলাম সরকার পঞ্চগড় জেলা প্রতিনিধি,,
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সরকারপাড়ায় পুলিশের কনস্টেবল আবু সাঈদ এর বাবা দবিরুল ইসলাম, ভাই সাদেকুল ইসলাম ও ভাতিজি সাদিয়া আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে। ১৬ মে বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধে এ মারামারি হয়। এতে সাঈদ পুলিশের বাবা, ভাই, ও ভাতিজি গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় ইস্তাবুল হক , রমজান আলী, ইউনুস আলী, সবুজ, তৌহিদুল, জাহেরুল, ইয়াসমীন, মর্জিনা, ফতে, নূর বানুকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যের বাবা দবিরুল ইসলাম।
জানা যায়, উপজেলার বামনকুমার মৌজায়, জেল এল নং ৩৮, খতিয়ান নম্বর ৬২৭, দাগ নং ৬১০৮, একদাগে ক্রয়কৃত জমির পরিমান ১৩ শতক, ওয়ারিশপ্রাপ্ত সুয়া ৩ শতক জমি সহ মোট ১৬ শতক জমি দীর্ঘ ৪৫ বছর থেকে দবিরুল ইসলামের দখলে ছিলো। কিন্তু রমজান আলী গংরা বৃহস্পতিবার ওই জমি দখলে করতে যান৷ এতে দবিরুল ইসলাম গংরা বাঁধা দিতে গেলে মারামারি হয়৷ এতে দবিরুল ইসলাম, সাদেকুল ইসলাম ও সাদিয়া আক্তার গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কনস্টেবল আবু সাঈদ বলেন, আমি ২ বছর থেকে বাড়ি যেতে পারিনা। আমি বাড়ি গেলে যেকোনো মামলা দিবে। এর আগের মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছে। আমি এই ঘটনার বিচার চাই। পুলিশ সদস্য আবু সাঈদের স্ত্রী বলেন, আমার স্বামী ২ বছর থেকে তাদকর ভয়ে বাড়ি আসতে পারেনা। আমাদের প্রায়ই তারা ভয়ভীতি দেখায়। আমরা ভয়ে বাসা থেকে বের হতে পারিনা। আহত সাদেকুলের স্ত্রী বলেন, তারা জমি দখল করতে এসেছে। আমরা সেখানে যাওয়া পর আমাদের বেধরক মারধর করে। আমরা এর বিচার চাই৷ এ-ঘটনায় আটোয়ারী থানা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।