পীরগঞ্জ থানার ওসি’র মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের নিকট টাকা দাবি
পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল ফোন নম্বরটি (০১৩২০১৩৭৪৫৪) ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিকট টাকা চাওয়া হচ্ছে।
এ বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে থানার নিজস্ব ফেসবুক আইডি- ওসি, পীরগঞ্জ থানা, ঠাকুরগাও এ বুধবার দুপুরে একটি পোষ্ট দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, কে বা কারা থানার ওসি’র সরকারী মোবাইল নম্বরটি ক্লোন করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লব ও ভাইস চেয়ারম্যন আমির হুসেন কাছে টাকা দাবি করেছে। এমন বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টির সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগামী ২৯ শে মে ৩য় দফা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়াম্যান ৪ জন প্রার্থী লড়ছেন।