গোবিন্দগঞ্জে ফেনসিডিল জব্দসহ ২ মাদক কারবারি গ্রেফতার
মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১৮ বোতল ফেন্সিডিল জব্দসহ স্বপন ও রেহানুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বকচর মৌজাস্থ কোল্ড স্টোরের সামনে থেকে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরের সামনে রংপুর- ঢাকা আন্ঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি পরিবহনে তল্লাসীকালে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১৮ বোতল ফেনসিডিল জব্দসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত স্বপন হোসেন (৪০) নামের যুবক সে রংপুর কোতয়ালী থানাধীন ইসলামপুর হনুমান মন্দির সংলগ্ন এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ও রেহানুল ইসলাম (২৫) নামের যুবক সে রংপুরের তাজহাট থানাধীন বাবুপাড়া রেল গেট সংলগ্ন এলাকার মৃত সাদেক আলীর ছেলে।এবিষয়টি নিশ্চিত করেছেন,গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে।ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১৪(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩৭, রুজু করা হয়েছে।