সদরপুরে এমপি মোশাররফ হোসেন এবং সালেহা মোশাররফ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
তানভীর তুহিন, ফরিদপুর:
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাডভোকেট মোশাররফ হোসেন এর ২৪ তম মৃত্যুবার্ষিকী এবং তার সহধর্মিণী ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম বেগম সালেহা মোশাররফ এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরহুম এ্যাডভোকেট মোশাররফ হোসেন এর ছেলে এ্যাডভোকেট সায়েদীদ গামাল লিপু৷ লিপু বর্তমানে সদরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এবং ফরিদপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হিসাবে রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম জননেতা এ্যাডভোকেট মোশাররফ হোসেন এমপি শুধু ফরিদপুর-৪ আসনেরই এমপি ছিলেন না, তিনি ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর সংগঠক, বঙ্গবন্ধুর স্নেহধন্য, বাংলাদেশ সংবিধান রচয়িতা কমিটির সদস্য, সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য, বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক ছিলেন। তার সহধর্মিণী মরহুম বেগম সালেহা মোশাররফ ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি এবং সদরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তরা ফরিদপুরের উন্নয়নে অনেক অবদান রেখেছন।