সাভারে বাবা-মায়ের ঝগড়ায় প্রাণ গেল শিশুর
সাভার প্রতিনিধি।
সাভারে বাবা-মায়ের ঝগড়ার মাঝে বাবার লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে এক বছর বয়সী আলীফ নামে এক শিশু।এ ঘটনায় নিহত শিশুটির মায়ের করা অভিযোগে বাবা আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৫ আগস্ট) সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পৌর এলাকার তালবাগ মহল্লায় স্থানীয় সাবেক পৌর কমিশনার হোসেন আলীর মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গতরাতে আলমগীর হোসেন ও তার স্ত্রী কল্পনা আক্তারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে কাঠের টুকরো (লাঠি) দিয়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় কল্পনার কোলে থাকা এক বছর বয়সী শিশু আলীফের আঘাত লাগে। এতে শিশুটির মাথা, ঘাড় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। পরে আহত শিশুটিকে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত শিশুটির মা কল্পনা আক্তার বাবা আলমগীর হোসেনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করলে তাকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত আলমগীর হোসেন জরুরি সেবা অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করতেন।সে রংপুর জেলার পীরগাছা উপজেলার দেবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে ।