পীরগঞ্জে গোরস্তান উন্নয়ন কাজ উদ্বোধন
পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কেন্দ্রীয় গোরস্তানের সীমানা প্রাচীর সংস্কার সহ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ। এ সময় সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার ভুমি আবদউল্লাহ আল রিফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় পৌনে ১৭ লাখ টাকায় পীরগঞ্জের কেন্দ্রীয় পীরডাঙ্গী গোরস্তানের সীমানা প্রাচীর সংস্কার সহ উন্নয়ন কাজ করা হবে। এতে গোরস্তানের পবিত্রতা রক্ষার পাশাপশি গোরস্তান দখল প্রতিরোধ করা সম্ভব হবে।