সাঘাটায় প্রতিবন্ধীদের হুইল- চেয়ার ও কমিউনিটি ক্লিনিকের আসবাব পত্র বিতরণ ।
মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কমিউনিটি ক্লিনিকের আসবাব পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদীয় আসন-৩৩ গাইবান্ধা-৫, (সাঘাটা- ফুলছড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. সামশীল আরেফীন টিটু, সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, বোনারপাড়া সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।এছাড়াও একই হলরুমে উপজেলা সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ সাঘাটা- ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।