সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির উদ্যোগে শিক্ষা উৎসব
দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শিক্ষামূলক সংগঠন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির উদ্যোগে দিনব্যাপী শিক্ষা উৎসব ।
শনিবার শিক্ষামূলক সংগঠন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির আয়োজনে প্রতিচ্ছবি ডিজিটালের সৌজন্যে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে দিনব্যাপী ব্যাপক শিক্ষা উৎসব উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আফছার আলী।
শিক্ষা উৎসবে বোচাগঞ্জ উপজেলার বোচাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
শিক্ষা উৎসবে দেয়ালিকা প্রদর্শন, বিতর্ক, কুইজ রুবিক্স কিউব প্রতিযোগিতা,বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান ভিত্তিক বিষয়ের উপর প্রেজেন্টেশন, ও কেরিয়ার সেশন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ডালিম সরকার।
সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির প্রেসিডিয়াম সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন আহম্মেদ সাগরের সভাপতিত্বে গেস্ট অফ অনার উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ নওয়াজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার অধিকারী প্রমুখ।
শিক্ষা উৎসবে সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির নতুন সভাপতি মো: হেদায়েত বিন শাহনেওয়াজ সৌরভ ও সাধারণ সম্পাদক মো: মাশরিফ হাসান রুমন নাম ঘোষণা করা হয়।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮