সাদুল্লাপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করলো প্রধান শিক্ষক
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন ভাতগ্রাম ইউনিয়নের খোদাবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।
গত রবিবার দুপুরে দৈনিক দেশেরপত্র পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন সিরল ও তার দুই সহকর্মীকে লাঞ্ছিত করে প্রধান শিক্ষক শহীদুর রহমান (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, খোদাবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২-২৩ অর্থ বছরের এডুকেশন ইন ইমারজেন্সি ফান্ড ও স্লিপ বরাদ্দের বিষয়ে জানতে গেলে প্রধান শিক্ষক সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালিগালাজ শুরু করেন।
এ সময় সাংবাদিক মো: সোহারাব হোসেন সিরলসহ তার দুই সহকর্মীকে লাঞ্ছিত করেন ওই প্রধান শিক্ষক।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল আলমকে অবগত করলে তিনি বিষয়টি দুঃখজনক বলে প্রকাশ করেন ।
পক্ষান্তরে অত্র উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লবকে লাঞ্চিতের ঘটনাটি অবগত করা হলে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক,সমাজের দর্পণ। সমাজ তথা রাষ্ট্রের সকল ধরনের অসঙ্গতি,দুর্নীতি জনসম্মুখে প্রকাশ করে দেওয়া সাংবাদিকদের কাজ। এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি এবং যে বা যারা এই বিষয়ের সাথে জড়িত আছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানাচ্ছি।