দেবীগঞ্জ থানার একঝাঁক মানবিক পুলিশ সদস্যের সহযোগিতায় নিখোঁজ আবু বক্কর সিদ্দিক ফিরলেন তার নিজ পরিবারে
দেবীগঞ্জ, (পঞ্চগড়) প্রতিনিধি।
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা কলেজ পাড়ায় শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমান ১১ ঘটিকা সময়। হারিয়ে যাওয়া আবু বক্কর সিদ্দিক (৬০) নামে বৃদ্ধ লোকটি দেবীগঞ্জ কলেজপাড়া ময়নামতি মোড় সংলগ্ন দোকানের চারপাশে ঘোরাফেরা করেন।
কলেজপাড়া বাসী অপরিচিত আবু বক্কর সিদ্দিক এর ঘোরাফেরা সন্দেহ হলে,আবু বক্কর সিদ্দিক কে জিজ্ঞাসা করেন আপনার বাসা কোথায়, আবু বক্কর সিদ্দিক তার সঠিক পরিচয় দিতে পারেনি বলে জানা যায়। এলাকাবাসীর আরো সন্দেহ হয় আবু বক্কর সিদ্দিক এর উল্টাপাল্টা কথা শুনে। কলেজপাড়া বাসী এ বিষয়ে ৯৯৯ কল করে বিষয়টি জানায়।
৯৯৯ কল পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম চলে আসেন ঘটনাস্থলে। এসআই একেএম মঈন উদ্দিন, এসআই ইয়াকুব, এস আই সোহেল রানা,এএসআই সাহেবুল হাসান। দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আবু বক্কর সিদ্দিক এর সাথে নিবির আলোচনা করে জানতে চাই আবু বক্কর সিদ্দিক এর সঠিক পরিচয়,আবু বক্কর সিদ্দিক সঠিক পরিচয় ও ঠিকানা দিতে পারেননি দেবীগঞ্জ থানা পুলিশ কে। দেবীগঞ্জ থানা পুলিশ বুঝতে পারেন আবু বক্কর সিদ্দিক সামান্য মানসিক বিকারগ্রস্ত,দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্কর কে নিয়ে যান দেবীগঞ্জ চৌরাস্তা তরিকুলের হোটেলে সংলগ্ন।
বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক এর মুখ শুকনো দেখে এসআই একেএম মঈন উদ্দিন তরিকুলের হোটেলে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দেন আবু বক্কর সিদ্দিক কে। খাওয়া-দাওয়া শেষে আবারো নিবির আলোচনা করেন আবু বক্কর সিদ্দিকের সাথে ,এসআই একেএম মউন উদ্দিন, এসআই ইয়াকুব,টানা ২ ঘন্টা আলোচনা করার পর,বিভিন্ন থানায় কল করে সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যায় আবু বক্কর সিদ্দিক এর।
আবু বক্কর সিদ্দিক রংপুর জেলার,বদরগঞ্জ থানার,গ্রাম বুজরুক হাজীপুর মন্ডলপাড়া বাসিন্দা।
রাত ২:৩০ মিনিটে আবু বক্কর সিদ্দিক এর এলাকার মেম্বার ফজলুর সাথে কথা বলেন দেবীগঞ্জ থানা পুলিশ এসআই ইয়াকুব মেম্বার ফজলুর আবু বক্কর সিদ্দিক এর এলাকার গ্রাম্য পুলিশ মো: সাবলু শাহ নাম্বার দেন এসআই ইয়াকুব কে এসআই ইয়াকুব গ্রাম্য পুলিশ সাবলু শাহ সাথে কথা বলে আবু বক্কর সিদ্দিক এর ছেলের সন্ধান পাওয়া যায়। আবু বক্কর সিদ্দিক এর ছেলে হাবিবুরের সাথে কথা বলেন এসআই ইয়াকুব দ্রুত আসতে বলেন আবু বক্কর এর ছেলে কে দেবীগঞ্জ থানায়, আবু বক্কর সিদ্দিক এর ছেলে দেবীগঞ্জ থানায় আসবে বলে জানায় এসআই ইয়াকুব কে। রাত ৩ ঘটিকার সময় দেবীগঞ্জ চৌরাস্তা থেকে থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় দেবীগঞ্জ থানায় আবু বক্কর সিদ্দিক কে।
রবিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর ১১.৩০ মিনিটে আবু বক্কর সিদ্দিক এর বড় ছেলে মো: হাবিবুর রহমান ও গ্রাম্য পুলিশ সাবলু শাহ চলে আসেন দেবীগঞ্জ থানা।
দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম এর সাথে কথা বলেন আবু বক্কর সিদ্দিক এর ছেলে হাবিবুর।
দেবীগঞ্জ থানা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম,নিখোঁজ আবু বক্কর সিদ্দিক এর ছেলের কথা শুনে এসআই ইয়াকুব কে দায়িত্ব দেন তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য, এসআই ইয়াকুব সহ ডিউটি অফিসার এএসআই মমতাজ পারভীন এসআই ইয়াকুব এর উপস্থিতিতে গত ৪ মাস নিখোঁজ সামান্য মানসিক ভারসাম্যহীন আবু বক্কর সিদ্দিক কে হস্তান্তর করেন তার পরিবারের কাছে।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮