ঘোড়াঘাটে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মো. মোর্শেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে ছালমা, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু হানিফ, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মতিউর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার এটিএম রাকিবুজ্জামান প্রমুখ।মেলায় ২৪টি স্টল স্থান পায় এর মধ্যে প্রথম হয়েছে উপজেলা কৃষি অফিস, ২য় হয়েছে উপজেলা শিক্ষা অফিস ও ৩য় হয়েছে সিংড়া ইউনিয়ন পরিষদ। বিজয়ীদের মাঝে সন্মাননা স্বারক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।