পীরগঞ্জে বিদ্যালয়ে তালা ভেঙ্গে চুরি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্কুল কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র সহ বৈদ্যুতিক পাম্প চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বেগুনগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
জলার বেগুনগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন জানান, বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের অফিস রুম সহ অন্যান্য কক্ষে তালা দিয়ে বাড়ি যান তারা। শনিবার সকালে এলাকাবাসী কাছ থেকে জানতে পারেন বিদ্যালয়ের অফিস সহ দুটি কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। পরে তিনি সহ অন্যান্য শিক্ষক এসে দেখেন অফিস কক্ষের তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে টেবিলে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি বৈদ্যুতিক পাম্প চুরি করে নিয়ে যায়। এ সময় আলমারী ও টেবিলেরর ড্রয়ারের তালা ভেঙ্গে অন্যান্য কাগজপত্র তছনছ করে চলে যান চোরেরা। এ ঘটনায় শনিবার প্রধান শিক্ষক আলাউদ্দীন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, বিদ্যালয়ে চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।