বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ
সোহেল রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।
মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি এর জানাজায় বাঁধা প্রদান। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সহ সকল নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে, জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ (২৬ সেপ্টেম্বর) বুধবার সকাল ৭ টায়, খুলনা – বাগেরহাট মহাসড়কে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় দলটির জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ থেকে সরকারের বিভিন্ন নেতিবাচক দিকের সমালোচনা করে, অনতিবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া কেয়ার টেকার সরকারের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের দাবি করে দলের সকল যৌক্তিক কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়ছে।