রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির বর্ষপূর্তী পালন করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির বর্ষপূর্তী পালনের জন্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান সুমিত এর ব্যবসায়িক কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি সাইদুর রহমান সুমিত এর সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় আসন্ন ১ বছর পূর্তী উপলক্ষে বিভিন্ন প্রস্তুতির বিষয় বক্তব্য রাখেন, মোতাহার আলী, মুঝাহারুল ইসলাম, শামীম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মকসেদ আলী, নুরবক্ত আলী,মন্টু হোসেন, বিলাশ চন্দ্র, লেমন প্রমূখ।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান সুমিত তার বক্তব্যে বলেন, দেশে প্রতি টা শ্রমিকের নিজ নিজ সংগঠন রয়েছে সংগঠনই পারে শ্রমিকের অধিকার আদায় করতে। তিনি বলেন একাকী কোন শ্রমিক তার ন্যায্য অধিকার আদায় করতে পারেন না আর এজন্যই দলবদ্ধ হয়ে সংগঠনের মধ্যে থাকতে হবে। আমরা রুহিয়া থানা কমিটি একটি শক্তি শালী সংগঠন গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি তাহলে আমরা আমাদের যে কোন সদস্যর বিপদে আপদে সংঘবদ্ধ হয়ে মোকাবিলা করার চেষ্টা করব।