রুহিয়ায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ!

- আপডেট সময় : ১২:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

এন এম নুরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে মধুপুর গ্রামের দিলীপ কুমার রায় ওরফে ভেলুর বিরুদ্ধে। তিনি স্থানীয় পরশু রাম রায়ের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ১নং রুহিয়া ইউনিয়নের পূর্ব কুজিশহর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমুন নাহার তার কন্যা জেবা ইনামের সংগীত শিক্ষা নিয়ে দিলীপের সাথে সম্পৃক্ত ছিলেন। একপর্যায়ে হারমোনিয়াম কেনার প্রয়োজনে দিলীপ “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের মাধ্যমে ১ লাখ টাকা ঋণ এনে দেওয়ার প্রলোভন দেখান।
বিনিময়ে সঞ্চয় বাবদ ১৪ হাজার টাকা দাবি করেন, যা জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে দিলীপের হাতে দেওয়া হয়। নাজমুন নাহারের অভিযোগ, ৯ মাস পেরিয়ে গেলেও কোনো ঋণ পাননি এবং টাকা ফেরতের অনুরোধ জানালে দিলীপ নানা অজুহাতে তা এড়িয়ে যান। এমনকি গান শেখানোও বন্ধ করে দেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। অভিযুক্ত দিলীপ কুমার রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “আমি টাকাটা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সভাপতি আবু সাঈদকে দিয়েছি। সে লোন দিলে দিব, না দিলে টাকা ফেরত দিব।” এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “দিলীপ কুমার নামের আমাদের কোনো কর্মকর্তা বা স্বীকৃত সদস্য নেই। প্রকল্পের আওতায় সর্বোচ্চ ২০ থেকে ২৫ হাজার টাকা লোন দেওয়া হয় এবং শুরুতে মাত্র ৪ হাজার টাকা সঞ্চয় গ্রহণ করা হয়। ১ লাখ টাকার ঋণের প্রস্তাব এবং ১৪ হাজার টাকা সঞ্চয়ের দাবি সম্পূর্ণ ভুয়া। দিলীপ একজন প্রতারক।” নাজমুন নাহার এ বিষয়ে রুহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।