পীরগঞ্জে গণিত ও জীববিজ্ঞান উৎসব
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণিত ও জীববিজ্ঞান উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শেষ বিকেলে আল-হাসানাহ্ স্কুল সায়েন্স ক্লাবের আয়োজনে গুয়াগাঁও প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এই উৎসব হয়।
আল-হাসানাহ্ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তাশাম উল হক মীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালক ও বাংলাদেশ বাইলোজি অলিম্পিয়াডের সেন্ট্রাল কমিটি সহ সভাপতি প্রফেসর ড.বিকাশ চন্দ্র সরকার, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, বাংলাদেশ বাইলোজি অলিম্পিয়াডে’র বিভাগীয় কমিটির সভাপতি ও দিনাজপুর স্কুল অব লিবারেটরস অধ্যক্ষ একে এম জিয়াউল ইসলাম সিজার,
বাংলাদেশ বাইলোজি অলিম্পিয়াডে’র বিভাগীয় কমিটির সহ সভাপতি একরামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরমেয়র বীরমুক্তি যোদ্ধা ইকরামুল হক, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহযোহী অধ্যাপক সবুর আলম, পীরগঞ্জ পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক সহ আরো অনেকে।
প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৭৪ বিদ্যালয়ের ১০০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এতে গণিত ও জীববিজ্ঞান বিষয় ৪ টি গ্রুপে ৪ জন চ্যাম্পিয়ন, রানার্স আপ ৪ জন, দ্বিতীয় রানার্স আপ ৪ জন, প্রতি গ্রুপে বেস্ট ২৫ জন করে মোট ১০০ জন বিজয়ী হন। পরে অতিথি বৃন্দ চ্যাম্পিয়নদের মাঝে সোনার মেডেল, প্রথম রানার আপ বিজয়ীদের মাঝে রূপার মেডেল, দ্বিতীয় রানারআপ বিজয়ীদের মাঝে ব্রোঞ্জ মেডেল, টি শার্ট ও সনদ বিতরণ করা হয়।