করিমগঞ্জ থানায় নবাগত (ওসি) মিজানুর রহমানের যোগদান
করিমগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে করিমগঞ্জ থানায় যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান।রবিবার (৮ অক্টোবর ) করিমগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকীর কাছ থেকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান দায়িত্ব ভার গ্রহণ করেন।করিমগঞ্জ থানা যোগদানের পূর্বে তিনি তাড়াইল থানায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।এবং রাতে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে নবাগত (ওসি) মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ এবং বিদায়ী (ওসি) শামছুল আলম সিদ্দিকীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় করিমগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
যোগদানকালে তিনি বলেন, করিমগঞ্জ থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা এবং বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নের লক্ষে মাদক, সন্ত্রাস, জুয়া, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ মুক্ত করিমগঞ্জ উপজেলা গড়ার লক্ষে আমি কাজ করার অঙ্গীকার নিয়ে করিমগঞ্জ থানায় যোগদান করেছি।পুলিশই জনতা,জনতাই পুলিশ এ কথা মাথায় রেখে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এজন্য আমাকে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা করার জন্য করিমগঞ্জ উপজেলার সকল সর্বস্তরের জনগণের স্ব-স অবস্হান থেকে সার্বিক সহযোগিতা কামনা করেছি।