বিকেএসপি এর সাথে ইজিপ্ট এর তায়কোয়ানদো টুর্নামেন্ট বিষয়ে MOU স্বাক্ষর
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এ ১ম ইন্টারন্যশনাল তায়কোয়ানদো টুর্নামেন্ট -‘‘১১তম আলেকজান্ডার আন্তজাতিক ওপেন তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ’’ এর লক্ষে আজ ইজিপ্ট থেকে বাংলাদেশ এ আসলেন মি. ওয়ালিদ হুসাইন মুস্তাফা। তিনি ইজিপ্ট এর SERIACKO Sports Service of Egypt এর কার্যনির্বাহী সদস্য। আজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন বিকেএসপি তায়কোয়ানদো বিভাগের দুই কোচ মোঃ রাশিদুল হাসান ও নুরুল ইসলাম
আগামী ২৬-২৯ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত বিকেএসপি ও ইজিপ্ট যৌথভাবে ‘‘১১তম আলেকজান্ডার আন্তজাতিক ওপেন তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ’’ আয়োজন উপলক্ষে, প্রতিযোগীতা এবং প্রশিক্ষন বিবিধ বিষয়ে MOU স্বাক্ষর করার লক্ষে ও ক্রীড়াবিদ নৈপুন্যতা বৃদ্ধি এবং প্রশিক্ষকদের মানোন্নয়নের প্রশিক্ষক প্রদানের জন্য আগামী ১৯ জুলাই পর্যন্ত তিনি বিকেএসপিতে অবস্থান করবেন। আর এই সকল বিষয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন উন্নয়নের লক্ষে বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ ও বিকেএসপি পরিচালক (প্রশিক্ষন) কর্নেল মোঃ মিজানুর রহমান এই সিন্ধান্ত গ্রহন করেন । এমনকি বিকেএসপি আগামী ১৯ জুলাই পর্যন্ত মি. ওয়ালিদ হুসাইন মুস্তাফা এর সকল খরচ বহন করবেন।