অসমতার বিরুদ্ধে লড়াই করি- দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস:২০২৩ উদযাপন লক্ষে পুঠিয়া উপজেলায় ১০ ঘটিকায় ভূমিকম্প, অগ্নিকান্ড, বণ্যা ও বজ্রপাত প্রতিরোধে করণীয় বিষয়ক মহড়া,র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা.মো:মনসুর রহমান।মাননীয় সংসদ সদ্যস -৫৬ রাজশাহী -৫ (পুঠিয়া ও দূর্গাপুর),স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি : জনাব জি.এম. হিরা বাচ্চু,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান।
সভাপতি : জনাব এ.কে.এম. নূর হোসেন নির্ঝড়।পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার।
উক্ত আলোচনায় সভায় জনাব এ.কে.এম.নূর হোসেন নির্ঝর রহমান বলেন, আমাদের দেশ কে যদি ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও বজ্রপাত এড়াতে চাই তাহলে বৃক্ষরোপণের কোনো জুড়ি নেই।সবাই কে বৃক্ষ রোপণ করার প্রতি তিনি আহ্বান জানাই এর সাথে তিনি আরো বলেন শুধু বৃক্ষরোপণ না পরিবেশ দূর্ষণ করে কার্বণ ডাইঅক্সাই এবং সি.এফ.সি নামক পদার্থ যে জন্য কালো ধোয়া রোধ করতে হবে এবং পাশাপাশি পলেথিন জাতীয় ব্যাগ গুলো ব্যবহার কমাতে হবে। তার এই কথার প্রসঙ্গে পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জনাব জি.এম. হিরাবাচ্চু সহমত পোষণ করেন এবং তিনি বলেন যদি আমরা আমাদের ভালো করতে চাই সুস্থ্য জীবণযাপণ করতে চাই তাহলে আমাদের সবাইকে বৃক্ষরোপণ করার জন্য উদবদ্ধ করতে হবে।গাছ শুধু লাগালে হবে না এর পরিচর্যা করতে হবে “তিনি বজ্রপাত এড়াতে বেশি বেশি করে তালগাছ লাগতে বলেন” সকল মানুষকে।
উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতেই,গাছ আমাদের কার্বণ ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন নির্রগমণ করে।
তাই সকলে বেশি বেশি গাছ লাগাই পরিবেশকে সুন্দর করে গড়ে তুলি।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮