pub-4902861820262150
8:09 pm, Thursday, 10 October 2024

বামাআকফে কতৃক নিবন্ধিত ‘‘রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন”- এর সাধারন সম্পাদক হলেন মুমিত হাসান (ব্রাইট)

শ্রাবন্তী ইসলাম বর্ষা, স্টাফ রিপোর্টার রাজশাহী।

গত ১২ অক্টোবর ২০২৩ ইং- তারিখে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ( জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত ) কতৃক রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক ( কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্লাক বেল্ট ৩য় ড্যান )- মুমিত হাসান ( ব্রাইট ) এর হাতে নিবন্ধন সনদ প্রদান করেন বামাআকফে এর- সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান উজ জামান মনি এবং উক্ত সনদ পত্রে স্বাক্ষরিত রয়েছে বামাআকফে এর সভাপতি -বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনু ( সংসদ সদস্য ও সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী পর্ষদ )।

রাজশাহী বিভাগীয় ৮ টি জেলায় ( রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ) যারা কোরিয়ান মার্শাল আট তায়কোয়ানদো (কুক্কিয়ন) অন্তগত আগ্রহী প্রতিষ্ঠান গুলি রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কতৃক তায়কোয়ানদো ( কুক্কিয়ন ) ক্রীড়া বিষয়ে বিভিন্ন সহযোগীতা ভোগ করতে পারবে। রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন টি শুধুমাত্র ওয়ার্ড তায়কোয়ানদো ফেডারেশন এর কুক্কিয়ন স্টাইল নিয়ে প্রশিক্ষন প্রদান করে।

মুমিত হাসান
সাধারন সম্পাদক
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন
০১৭১১৯৪২৫৩৮

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 06:33:18 pm, Saturday, 14 October 2023
214 বার পড়া হয়েছে
error: Content is protected !!

বামাআকফে কতৃক নিবন্ধিত ‘‘রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন”- এর সাধারন সম্পাদক হলেন মুমিত হাসান (ব্রাইট)

আপডেট সময় : 06:33:18 pm, Saturday, 14 October 2023

গত ১২ অক্টোবর ২০২৩ ইং- তারিখে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ( জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত ) কতৃক রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক ( কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্লাক বেল্ট ৩য় ড্যান )- মুমিত হাসান ( ব্রাইট ) এর হাতে নিবন্ধন সনদ প্রদান করেন বামাআকফে এর- সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান উজ জামান মনি এবং উক্ত সনদ পত্রে স্বাক্ষরিত রয়েছে বামাআকফে এর সভাপতি -বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনু ( সংসদ সদস্য ও সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী পর্ষদ )।

রাজশাহী বিভাগীয় ৮ টি জেলায় ( রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ) যারা কোরিয়ান মার্শাল আট তায়কোয়ানদো (কুক্কিয়ন) অন্তগত আগ্রহী প্রতিষ্ঠান গুলি রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কতৃক তায়কোয়ানদো ( কুক্কিয়ন ) ক্রীড়া বিষয়ে বিভিন্ন সহযোগীতা ভোগ করতে পারবে। রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন টি শুধুমাত্র ওয়ার্ড তায়কোয়ানদো ফেডারেশন এর কুক্কিয়ন স্টাইল নিয়ে প্রশিক্ষন প্রদান করে।

মুমিত হাসান
সাধারন সম্পাদক
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন
০১৭১১৯৪২৫৩৮