বাগেরহাটে বিএনপি- জামায়াতের বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল।
সোহেল রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটে বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক তালুকদার রিনা সুলতানা প্রমুখ।বক্তারা বলেন, ২৮ অক্টোবর জামায়াত-বিএনপি ঢাকায় যে নৃশংসতা ঘটিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এমন ন্যাক্যার জনক ঘটনা আর ঘটেনি। জামায়াত-বিএনপি‘র সন্ত্রাসীদে হামলায় আমাদের শতাধিক নারী নেত্রী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তাদের হামলায় পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ আহত হয়েছে। বিএনপি-জামায়াতের এসব সন্ত্রাসীদের শনাক্ত পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানববন্ধন ও মিছিলে জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এদিকে একই দিন দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে সকালে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ দশানী ট্রাফিক মোড়ে সমাবেশ করেন।