সিজারিয়ান অপারেশন চালু
ফুলছড়ি হাসপাতালে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন চালু
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ
২৫ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে হাসপাতালে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু করা হয়।
এব্যাপারে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান বলেন, সিজারিয়ান অপারেশন এটা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠার পর থেকে প্রসূতি স্বাস্থ্য সেবায় জনবল সংকট থাকায় সিজারিয়ান অপারেশন চালু ছিল না। গাইনি ও অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ না থাকায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতদিনে অপারেশন থিয়েটার অচল পড়েছিল। সম্প্রতি সাংসদ মাহমুদ হাসান রিপন ও উধ্বর্তন কর্তৃপক্ষের সহযোগিতায় এ সংকট সমাধান করে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারটি সচল করে।
প্রথম সিজারিয়ান অপারেশন কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান, গাইনী ডা. ফারহানা মুসরাত দিশা ও অ্যানাসথেশিয়া ডা. রিফাত হাসান সহ সেবিকাবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।