ডেকে এনে আ. লীগের কেন্দ্রীয় নেতাকে লাঞ্ছিত
জামালপুরে আ. লীগের মতবিনিময় সভায় ,এক কেন্দ্রীয় নেতাকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে স্থানীয় মির্জা আজম অডিটরিয়ামে এই ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর আসনে সম্ভাব্য ৮ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের পক্ষে মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা আ. লীগ। সভায় আ. লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি দাঁড়িয়ে আবুল কালাম আজাদ কে মনোনয়ন প্রত্যাশি হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিতে চেয়ে চেয়ার ছেড়ে দাঁড়ালে তাকে ধমকাতে থাকেন প্রধান অতিথি মীর্জা আজম। পপি কে একাধিকবার ধমক দিয়ে বসতে বলেন তিনি। এসময় মনোনয়ন প্রত্যাশি সহ মঞ্চের অনেককেই মুচকি হাসতে দেখা যায়।
শত শত নেতা-কর্মীদের সামনে লাঞ্ছিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মারুফা আক্তার পপি এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মঞ্চ ত্যাগ করেন। সভামঞ্চে জেলা আ. লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় আ. লীগের নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় আ. লীগ নেতা মারুফা আক্তার পপি বলেন, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। তিনি জানান, আবুল কালাম আজাদ আগের রাতে তাকে ফোনে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেন। সদরের ভোটার এবং জন্মস্থান হওয়ায় সে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।