ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে শীতবরণ কবিতা সন্ধ্যা পালিত
আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা প্রতিনিধিঃ
ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে শীতবরণ কবিতা সন্ধ্যা বুধবার সন্ধ্যায় শাপলা চত্বরস্থ মিলান রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রেজাউল করিম মুকুল এতে সভাপতিত্বে
শুভেচ্ছে বক্তব্য রাখেন,অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক কবি আসহাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন,প্রফেসর মোহাম্মদ শাহ আলম,ছান্দসিক উপদেষ্টা~কবি ও সাংবাদিক বাদল রহমান,রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক,বিশিষ্ট ছড়াকার ও গীতিকার এস,এম খলিল বাবু,বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সিনিয়র সহ সভাপতি কবি ও গল্পকার এস,এস সাথী বেগম,সাধারণ সম্পাদক কবি জাকির আহমদ, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন,অধ্যক্ষ বেলাল আহমেদ,কবি ও গল্পকার মুস্তাফিজ রহমান।
কবিতা সন্ধ্যায় স্ব রচিত কবিতা পাঠ করেন,মোহাম্মদ অহিদুল ইসলাম,সুফি জাহিদ হোসেন, আমজাদ হোসেন সরকার, মিনার বসুনিয়া,শারমিন আখতার মনি,মনিরা সিরাজ সাথী,মাহমুদ নাসির,হাসনাইন রাব্বি,নাহিদা ইয়াসমিন,এম,এ শোয়েব দুলাল,ফেরদৌস রহমান পলাশ,অঙ্কনা জাহান,চৌধুরী আসাদ,ধ্রুব রাজ,নূর-উন-নবী, কামরুন নাহার রেনু, রাশেদুজ্জামান রাশেদ, আফরোজা বেগম,সরকার বাবলু,শ্রাবণ বাঙালী,আতাউর রহমান তুহিন,কবিরাজ ইসমাইল মোল্লা,কামরুন নাহার লিপি, দীপক সরকার তপু,মেহেদী হাসান শাপলা।
কবিতা আবৃতিতে অংশ নেন, খন্দকার লাইবা হক স্নেহা, আব্দুল কুদ্দুস,মাইসা রহমান, আনিকা চৌধুরী নিয়ন।
গান পরিবেশন করেন জিয়াউল আলম ফারুকী,সওদা খানম মিনু ও রুমকি রুয়াইয়াত।
অনুষ্ঠানের শেষ পর্বে ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি সোহানুর রহমান শাহীন এর জন্মদিন উপলক্ষে উপস্থিত কবি সাহিত্যিকদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন, ছান্দসিক সাহিত্য সম্পাদক সেলিনা সাত্তার শেলী।।