পীরগঞ্জে নৌকার মাঝি ইমদাদুলকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা
ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামীলীগ থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে নেতাকর্মীরা তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, সাবেক মেয়র কশিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, সহ সভাপতি কামরুনেছা আইভি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাব্লু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা নুরনবী চঞ্চল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক এমপি ইমদাদুল হক ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমান বন্দরে এসে পৌছালে পীরগঞ্জ ও রানীশংকৈলের দলীয় নেতারা তাকে স্বাগত জানান এবং মোটর সাইকেল, কার ও মাইক্রোবাস নিয়ে শোভাযাত্রা করে পীরগঞ্জ শহরে প্রবেশ করেন। ইমদাদুল হকের আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।