পীরগঞ্জ উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিএলএমএস প্রকল্পের সহযোগীয়ার উপজেলা অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন। এ সময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার আবদুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ, ইএসডিও কার্যনির্বাহী চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রাণী রায়, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান শহিদ হোসেন, ইএসডিও এপিসি অফিসার শাহ মো: আমিনুল, সিএলএমএস প্রকল্প সমন্বকারী মোস্তফা কামাল, ইএসডিও উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল, সিএলএমএস প্রকল্পের উপজেলা ম্যানেজার আগ্নি শিখা প্রমূখ। শেষে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত করতে বিশেষ আবদান রাখার ইউনিয়ন চেয়ারম্যনদের ক্রেস্ট প্রদন করা হয়।