ফুলবাড়ী মুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে আগমী ৪ ডিসেম্বর ফুলবাড়ী মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২৯ নভেম্বর) বুধবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। এময় পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ চৌধুরী,বেতদিঘী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় ফুলবাড়ী মুক্ত দিবস ও বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপনে উপ-কমিটি গঠন করা হয়।