জয়পুরহাটে মিটার ও ট্রান্সফর্মার চুরি চক্রের মূলহোতাসহ ১৫ জন গ্রেপ্তার
জয়পুরহাটে মিটার ও ট্রান্সফর্মারের তামার তার উদ্ধার ও চুরি চক্রের মূলহোতাসহ সক্রিয় ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বেশ কিছুদিন যাবৎ জেলার সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল থানা এলাকার বিভিন্ন গভীর ও অগভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফর্মার চুরি হচ্ছিলো। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলোতে একাধিক মামলাও হয়েছে। এরই প্রেক্ষিতে প্রত্যেক থানা ও ডিবি পুলিশ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রত্যক্ষভাবে জড়িত চোরচক্রের হোতাসহ ১৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মিটার ও ট্রান্সফরমার চুরি, ছিনতাইসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরসাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধাওয়াচিলা শাইলট্রি গ্রামের আঃ রশিদ, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের মাহফুজ, আটুল লাভলু, কুয়াতপুর গ্রামের মোসাদ্দেক মন্ডল, উচাই পাথরঘাটা গ্রামেরখানু ফকির, সরাইল গ্রামের সাইদুর মন্ডল, কুয়াতপুর গ্রামের আহসান হাবীব, পিয়ারা গ্রামের রাব্বী হাসান , ক্ষেতলাল উপজেলার রামপুরা চৌধুরীপাড়ার তুহিন মন্ডল, আক্কেলপুর উপজেলার পারইল গ্রামের রায়হান কাজী, কালাই উপজেলার মহেষপুর গ্রামের কাওছার রহমান, বেগুনগ্রামের সোহাগ মন্ডল চমকা, আকলাপাড়া গ্রামের আব্দুল মেজবাউল ইসলাম, হাজীপুর গ্রামের ছানোয়ার হোসেন সরকার, শিকটা মাদ্রাসাপাড়ার খোরশেদ আলম ধলু ও নওগাঁর সদর উপজেলার চক নদিকুল চৌধুরীপাড়ার জালাল হোসেন।