ব্যক্তিগত তহবিল থেকে আওয়ামী লীগের পার্টি অফিসের জন্য স্মার্ট টেলিভিশন প্রদান করলেন মোহাম্মদ আবুল হোসেন
জামালপুর সদর উপজেলার অন্তর্গত ১ নং কেন্দুয়া ও ১৩ নং মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের জন্য ব্যক্তিগত তহবিল থেকে টেলিভিশন উপহার হিসেবে প্রদান করলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে ৫৫ ইঞ্চি দুটি এলইডি টিভি দুই ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসেন মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ, দপ্তর সম্পাদক ইঞ্জি: হুমায়ুন রশিদ দীপু, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকন, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, টেলিভিশন যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ফর্মগুলির মধ্যে একটি । টিভির অনুষ্ঠানগুলি সারা বিশ্বের মানুষকে খবর, তথ্য এবং বিনোদন প্রদান করে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র যেন তৃনমুলের নেতাকর্মীরা পার্টি অফিসে বসেও দেখতে পারে এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে তাই তাদেরকে উপহার হিসেবে স্মার্ট এলইডি টিভি উপহার দেওয়া হয়েছে।