পীরগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের খেলার মান বৃদ্ধির লক্ষে স্কুল, মাদ্রাসা, কারিগরি পর্যায়ে ৫ টি উপজন ও উপজেলা ক্রীড়া সংস্থাকে খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এই সব সামগ্রী বিতরণ করা হয়। খেলা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার আবদুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সম্পাদক নসরতে খোদে রানা, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণু পদ রায়, কৃষ্টপুর উচ্চ বিদ্যালেয়র শিক্ষক আবু জাহেদ সহ আরো অনেকে। অতিথি বৃন্দ ৫ টি উপজনের ৬ জন বিপিএড শিক্ষকের মাঝে একটি ক্রিকেট সেট, দুটি ফুটবল, ভলিবল-নেট সহ বিতরণ করেন।