সন্তানকে নিরাপদে রাস্তা পার করতে গিয়ে মহেন্দ্র ট্রাকটরের চাপায় মায়ের মৃত্যু
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড তিস্তার হাট সংলগ্ন ভাউলাগঞ্জ সড়কে মহেন্দ্র গাড়ির চাপায় মন্জিলা আক্তার নামের ২৭ বছরের গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত মন্জিলা আক্তার উক্ত এলাকার হাজীপাড়ার শেখ ফরিদের স্ত্রী, জানা যায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৪টা ৩০ মিনিটে মন্জিলা আক্তার তিস্তার হাটে ছেলেকে নিয়ে বিকাশের দোকানে টাকা উত্তোলনের জন্য বাজারে আসেন। মন্জিলা আক্তার টাকা উত্তোলন শেষে বাড়ির উদ্দেশ্যে ছেলেকে নিরাপদে রাস্তা পার করে দিয়ে নিজে পারাপারের সময় – জয় বাবা ভোলানাথ নামের একটি SBB ইট বোঝাই মহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মন্জিলা আক্তার কে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় এলাকাবাসী।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক ও হেলপার।
পরে স্থানীয়রা দেবীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস নিহত মন্জিলার মরদেহটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ কে হস্তান্তর করে।
পরে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে মরদেহ ও মহেন্দ্র গাড়িটি দেবীগঞ্জ থানায় নিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম,এসআই একেএম মঈন উদ্দিন,এস আই সোহেল রানা, ইউপি সদস্য মো: ফরহাদ হোসেন।
সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।