জামালপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন ইউএনও
জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নবাগত ইউএনও মেহনাজ ফেরদৌস, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক মোস্তফা মনজু, হাজী ইউসুফ প্রমুখ। সভায় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অন লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। একটি সুশৃঙ্খল জাতি গঠনে সাংবাদিকের কলমের গুরুত্ব অপরিসীম। এসময় জামালপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন তিনি।