ঘোড়াঘাটে মহান বিজয় দিবস পালিত
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে বদঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান ও রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজে অধ্যক্ষ এস.এম. মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও ঘোড়াঘাট থানা পুলিশ, উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠন, বীরমুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ পরিদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগীতা ও উপজেলার বিসমিল্লাহ নার্সারীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়। মোঃ আনভিল বাপ্পি ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি ১৬.১২.২০২৩