দুই কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দুই কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
দুই কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসার চারতলা এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
পরে মাদরাসা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না। আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সত্যিকার অর্থেই শিক্ষা বান্ধব সরকার।
পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী তুষার প্রমুখ।