৫ম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় পীরগঞ্জে হাফিজ উদ্দিনকে সংবর্ধনা
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হাফিজ উদ্দিন আহম্মেদ ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, সাবেক পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, সৈয়দপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান, সাবেক সহকারি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক এনামুল হক, স্বেচ্ছাসেবি সংগঠন আইপজেটিভ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সম্পাদক বিষ্ণুপদ রায়, মোকাদ্দেস হায়াত মিলন, ফজলুল কবির প্রমূখ। এ সময় জাতীয় পার্টি, উপজেলা যুব মহিলালীগ, ছাত্রলীগ, যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।