দোহারে মাদকসহ যুবক গ্রেফতার
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার চান্দের বীল থেকে মাদকসহ নজরুল ইসলাম পিয়াল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত পিয়াল ঐ এলাকার নূর-ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, (২৭ জানুয়ারি) শনিবার সন্ধ্যা সারে শাতটার দিকে গোপন সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার স্থানীয়দের সহায়তায় মাদক ব্যবসায়ী পিয়ালকে হেরোইন ও ইয়াবাসহ আটক করে পুলিশকে খবর দেন। পরে দোহার থানা পুলিশ আটককৃতকে থানায় নিয়ে যায়।
পুলিশের এসআই মো.আল আমিন জানান, খবর পেয়ে বিলাসপুর থেকে মাদক ব্যবসায়ী পিয়ালকে ৬০ পিছ ইয়াবা, ১ গ্রাম হেরোইন ও তিনটি মোবাইলসহ থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।