পীরগঞ্জে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা হয়।প্রতিযোগিতায় শিশুদের রচনা, হাতের লেখা, আবৃত্তি, সংগীত ও চিত্রাংকন বিষয়ে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সাঈদা শাহনাজ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহজানান, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, বাঁশগারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদলচন্দ্র রায়, সহকারী শিক্ষক রাজুর রহমান রাজা প্রমূখ।