পঞ্চগড়ে পুলিশের অভিযানে ৫ লাখ টাকার মাদকদ্রব্য সহ ২ জন আটক
একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় পুলিশের মাদক বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার মাদক দ্রব্যসহ ২ জনকে আটক করা হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার রাতে আটক করা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লার দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত টিমের সদস্যরা অভিযান পরিচালনা করে।। ২৩ ফেব্রুয়ারী রাতে বোদা থানার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের মাড়েয়া বাজারস্থ আব্দুল মতিনের পান-সুপারির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তারা মাড়েয়া হতে আউলিয়াঘাটের দিকে যাচ্ছিল। ঘাটের পাকা রাস্তা হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হল দিনাজপুর জেলার কোতোয়ালি থানার শেখপুরার বিশ্বনাথপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আব্দুল খালেক হীরা (৩৬) ও মৃত কাজল আলীর ছেলে আরিফ হোসেন (৩০)। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের তল্লাশি করে পিঠে থাকা কালো রংয়ের একটি স্কুল ব্যাগের ভিতর লাল রংয়ের একটি বাজারের ব্যাগের ভিতর থেকে পাওয়া যায়। মাদকদ্রব্যগুলো পেপারের কাগজ ও সাদা স্কস টেপ দিয়ে মোড়ানো ছিল। ২শ ৪০ টি পাতায় ২ হাজার ৪শ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মাদকদ্রব্যের মূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এসআই মোঃ বদিউজ্জামান বাদী হয়ে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আসামীদেরকে আদালতে পাঠানো হয়। বোদা থানার পুলিশ জানান, মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।