পীরগঞ্জে কম্পিউটার ও লাইব্রেরী সামগ্রী বিতরণ
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভায় কম্পিউটার, বুক সেলভ, লাইব্রেরী সামগ্রী, চেয়ার- টেবিল ও গল্পের বই প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সহযোগীতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিএলএমএস প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে এ সব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বিতরনী সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযােদ্ধা ইকরামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ প্রেসক্লাবর সভাপতি জয়নাল আবদিন বাবুল, ইএসডিও সি এল এম এস প্রকল্পের ম্যানেজার অগ্নি শিখা প্রমূখ। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, সাংবাদিক, লাইব্রেরী প্রধান এবং ইএসডিও’র সি এল এম এস প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।