ঠাকুরগাঁওয়ে ইএসডিও-আরএমটিপি’র আওতায় মিট প্রসেস প্লান্ট এর শুভ উদ্ধোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ইফাদ এবং পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন(পিকেএসএফ) এর অর্থায়নে ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কতৃক বাস্তবায়িত আরএমটিপি -নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নিরাপদ মাংস জবাই, প্রসেস ও সরবরাহের জন্য উওরবঙ্গে এই প্রথম নর্থ বেঙ্গল মিট প্রসেস প্লান্ট এর শুভ উদ্ভোধন করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে নর্থ বেঙ্গল মিট প্রসেস প্লান্ট শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: মো: আবুল কালাম আজাদ জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ঠাকুরগাঁও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: নুরুল ইসলাম জেলা প্রশিক্ষন কর্মকর্তা (প্রানিসম্পদ) ঠাকুরগাঁও এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: আইনুল হক হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন্যান্স ইএসডিও এর পক্ষে মো: খতিবর রহমান এপিসি ইএসডিও, প্রকল্প ব্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন সহ ভিসিএফগন, লীড খামারি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বলেন, ইএসডিও’র এই ধরনের কর্মকান্ডকে সাধুবাদ জানাই নিরাপদ মাংস সাপ্লাইয়ের জন্য স্বাস্থ্যসম্মত ভাবে হালালকৃত উপায়ে গরু জবাই, মাংস প্রসেসিং ও সরবরাহের জন্য উদ্যোক্তা মো: দুলাল হোসেন এর এই উদ্যোগকে স্বাগত জানান তিনি এবং এই নর্থ বেঙ্গল মিট প্রসেস প্লান্ট এর ব্যাবসা সম্প্রসারনের ক্ষেত্রে সনদায়নসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তা ও প্রসেসিং করে বাজারজাত করার বিভিন্ন কৌশল অবলম্বন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।