পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি :
আমার স্বাস্থ্য আমার অধিকার ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি’র আয়োজনে অফিস হলরুমে এই দিবস উপলক্ষে স্বাস্থ্য বিষয় কুইজ প্রতিযোগিতা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, সংস্থার মেডিকেল অফিসার ডা: ফাইজুর রহমান ফাহাদ, বসভাঙ্গা বসন্তনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মনারায়ন রায়,গুডনেইবারস হেলথ অফিসার মোতাসম বিল্লাহ,একত্তিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম প্রমুখ।
আলোচনা সভার পূর্বে হেলথ এন্ড হাইজিন ক্লাবের সদস্যদের নিয়ে স্বাস্থ্য বিষয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে অতিথি বৃন্দ হেলথ এন্ড হাইজিন ক্লাবের বিজয়ী সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন।