ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় নদীতে ডুবে শিশু নিখোঁজ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তীরনই নদীতে পড়ে তামিম হোসেন (১০) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। সে সদর উপজেলার রুহিয়া থানার কানিকশালগাঁও গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
রবিবার বিকেলে উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও এলাকায় তীরনই নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও এলাকায় তীরনই নদীতে বিকেলে তামিম তার বাবার সঙ্গে নদীর তীরে মাছ ধরার ডুহারী লাগাতে যায়। তখন বাবার সামনেই তামিম নদীতে পা ধোয়ার জন্য গেলে পা পিচলাইয়া পানিতে পড়ে যায়। এসময় প্রতিবন্ধী বাবা মনোয়ার হোসেন ছেলেকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় বাড়ির লোকজনকে খবর দেন। পরিবারের লোকজন চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্ত ফায়ার সার্ভিসের লোকজন তামিমকে খুজে পায় নি। স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, তামিম নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবর শুনে আমি ঘটনা স্থলে যাই এবং রুহিয়া থানায় অবগত করি। ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন বলেন আমরা খবর পেয়ে দ্রুত এসে স্থানীয়দের সাথে নিয়ে নিখোঁজ তামিমকে উদ্ধারের চেষ্টা করি কিন্তু নদীতে ডুবে যাওয়া তামিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন আমরা ইতিমধ্যে রংপুরের ডুবুরি দলকে অবগত করছি তারা এসে আবার উদ্ধার পরিচালনা করবেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন শিশু নিখোঁজের খবর পাওয়া মাত্র আটোয়ারী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ তামিমকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, তিনি বলেন, রংপুরের ডুবুরি দলকে অবগত করা হয়েছে তারা আসলে আবার উদ্ধার অভিযান পরিচালনা করবেন।